সারাদেশ

নবীনগর সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এমএ মান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

মাজহারুল ইসলাম বাদল।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়
আজ শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের অ্যাডভোকেট এম এ মান্নান।
সভা শুরুর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট বিনয় চক্রবর্তীর সভাপতিত্বে ও সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন সোহেল, বিশিষ্ট ঠিকাদার সাদিকুল ইসলাম সাদির, পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান হেলাল উদ্দিন, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহিন, সাংগঠনিক সম্পাদক মো. শুক্কুর খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি অনন্ত হিরা, ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল উদয়সহ সিনিয়র নেতারা।
পূজা উদযাপন পরিষদের পক্ষে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য  সুবির রঞ্জন সাহা, মানিক বিশ্বাস, রাজন দাস, সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী, শ্যামল বর্মন শিমুল, মিঠু সূত্রধর পলাল হেমেন্দ্র বর্মন, শংকর দাস সহ আরও অনেকে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে  অ্যাডভোকেট এম.এ মান্নান বলেন, বাংলাদেশে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে। তিনি একটি বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ২০২৬ সালের শুরুতে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি এই বক্তব্য দেন। তিনি উল্লেখ করেন, ধর্মীয় পরিচয় নির্বিশেষে রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিকের মর্যাদা ও অধিকার সমান।
 বিএনপি যখন রাষ্ট্র পরিচালনায় ছিল, তখন থেকে সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করে আসছে এবং ভবিষ্যতেও করবে। নবীনগরের সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা, তাদের ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক মর্যাদা রক্ষায় বিএনপি সর্বদা পাশে থাকবে। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সকল সম্প্রদায়ের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। এ জন্য তিনি সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, জনগণের অংশগ্রহণ ও ঐক্যই দেশের উন্নয়ন ও শান্তির পথ সুগম করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,