সারাদেশ

শাহরাস্তিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় সভা

“শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা ও সামাজিক সেবার মান উন্নয়ন আমাদের মূল লক্ষ্য” — জেলা প্রশাসক
“মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স” — পুলিশ সুপার
শাহরাস্তি উপজেলায় সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার এবং জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।
৬ জানুয়ারি (মঙ্গলবার) শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ও স্মরণীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, চব্বিশের ৫ আগস্ট হাজার হাজার ছাত্র-জনতা জীবন দিয়ে প্রমাণ করে গেছে— আগামীর বাংলাদেশে অন্যায়, অপরাধ, অনিয়ম, দুর্নীতি ও রাতের ভোটের কোনো স্থান নেই। ওই দিনের আহত ও নিহত শহীদদের কাছে তিনি আজীবন দায়বদ্ধ বলেও উল্লেখ করেন।
জেলা প্রশাসক আরও বলেন, একটি উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা ও সামাজিক সেবার মান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। তিনি সকলকে গঠনমূলক মতামত ও সহযোগিতার মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি তিনি একাত্তর ও চব্বিশের ৫ আগস্টে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান বলেন, চাঁদপুর জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। মাদকের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তথ্য পাওয়া মাত্রই সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। তিনি জানান, এ পর্যন্ত ২০০ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, শুধু পুলিশের পক্ষে সব অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক শিক্ষা মানুষকে অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণ জনগণ পুলিশ প্রশাসনকে সহযোগিতা করলে অপরাধের হার আরও কমে আসবে।
জেলা প্রশাসকের আহ্বানে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন করফুলেন্নেছা মহিলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ন কবির, ব্যবসায়ী প্রতিনিধি আক্তার হোসেন পাটওয়ারী, উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মাস্টার আব্দুর রহিম, পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, মুক্তিযোদ্ধাদের পক্ষে হুমায়ন কবির, বিএনপির পক্ষে আয়েত আলী ভূঁইয়া, জামায়াতে ইসলামীর পক্ষে মোস্তফা কামাল, এনসিপির পক্ষে আমান উল্লাহ পাটওয়ারী, মসজিদের খতিবদের পক্ষে সহকারী অধ্যাপক মাওলানা কামাল উদ্দীন আব্বাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে আব্দুস সালাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আক্তার হোসেন শিহাব ও শাহাদাৎ হোসেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষে মাহমুদুল হাসান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের পক্ষে বাদশা ফয়সাল, শেখ বেলায়েত হোসেন ও আলমগীর তালুকদার।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম, পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,