সিরাজগঞ্জে প্রকাশ্যে ছুরিকাঘাতে কলেজছাত্র হত্যায় বাবার মামলা এক জন গ্রেফতার
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে পূর্বশত্রুতার জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে আব্দুর রহমান রিয়াদ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় সিরাজগঞ্জ থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গতকাল উল্লাপাড়া উপজেলার মোহনপুর এলাকা থেকে এ মামলার ১১ নম্বর আসামি মোঃ তানভীর ইসলাম শুভ (১৭), ধানবান্দী পানির ট্যাংকি এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলেকে গ্রেফতার করেছে।
নিহত রিয়াদ সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের বাণিজ্য বিভাগের ছাত্র এবং শহরের সয়াধানগড়া খাঁনপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা মো. রেজাউল করিম একজন বেসরকারি চাকরিজীবী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে রিয়াদ তার বন্ধুদের সঙ্গে সিরাজগঞ্জ পৌর এলাকার নাজমুল চত্বর(চৌরাস্তা) হতে বাহিরগোলা গামী ক্রিকেট স্কুলের সামনে সিএনজি ভিতরে কথা বলছিল। এ সময় পূর্বপরিকল্পিতভাবে বার্মিজ চাইনিজ টিপ চাকু, চাইনিজ ছুরি, রড ও লাঠি নিয়ে একদল যুবক সেখানে হামলা চালায়।
এজাহারে অভিযোগ করা হয়, হামলাকারীরা রিয়াদকে শনাক্ত করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তার বাম কাঁধ, ডান কাঁধ, বুকের বাম পাশ ও ডান বাহুতে একাধিক গুরুতর জখম হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। পরিবারের দাবি, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহতের বাবা মো. রেজাউল করিম বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।




