সারাদেশ

পাইকগাছা পৌরসভায় গণভোট বিষয়ে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা মোতাবেক গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাইকগাছা পৌরসভার উদ্যোগে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে পাইকগাছা পৌর বাজার, উপজেলা চত্বর সহ বিভিন্ন জায়গায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ জনগণের মাঝে গণভোটের গুরুত্ব, অংশগ্রহণের প্রয়োজনীয়তা এবং ভোটাধিকার সম্পর্কে বিভিন্ন তথ্যসম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমান সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা বাজারে আগত ব্যবসায়ী ও ক্রেতাসাধারণ সহ সকলের সঙ্গে কথা বলে গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,