প্রয়াত সভাপতির স্মরণে অবধূত সংঘ পটুয়াখালীর শোকসভা
পটুয়াখালী প্রতিনিধিঃ-
প্রয়াত সভাপতি স্বর্গীয় কার্তিক চন্দ্র দাসের স্মরণে অবধূত সংঘ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে স্বর্গীয় কার্তিক দাসের ছোট বোন জামাই শ্রীগুরু সংঘ- পটুয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি স্বর্গীয় নরেন্দ্রনাথ দত্তের স্মরণেও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারী) বিকেলে পটুয়াখালী পুরাতন সোনালী ব্যাংক সংলগ্ন প্রয়াত সভাপতির নিজ বাসস্থান প্রাঙ্গনে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ শোকসভায় সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য, আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে প্রয়াত সভাপতির কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন।
শোকসভায় অবধূত সংঘ, পটুয়াখালীর সাধারণ সম্পাদক পার্থ সরকারের সভাপতিত্বে ও সদস্য রিপন রায়ের সঞ্চালনায় বক্তারা প্রয়াত সভাপতির অবধূত সংঘের জন্য নিবেদিত অবদান, ধর্মীয় কর্মকাণ্ডে তাঁর ভূমিকা এবং আদর্শের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, প্রয়াত সভাপতি স্বর্গীয় কার্তিক চন্দ্র দাস অবধূত সংঘ পটুয়াখালীর উন্নয়ন ও সম্প্রসারণে আজীবন নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। তাঁর সততা, আদর্শ ও মানবিক মূল্যবোধ সংগঠনের সকল সদস্যের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
শোকসভা শেষে প্রয়াত সভাপতি স্বর্গীয় কার্তিক চন্দ্র দাস ও তার ছোট বোন জামাই স্বর্গীয় নরেন্দ্রনাথ দত্তের আত্মার শান্তি কামনা করে ঈশ্বরের নিকট বিশেষ প্রার্থনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, অবধূত সংঘ, পটুয়াখালী জেলা শাখার আজীবন সভাপতি স্বর্গীয় কার্তিক চন্দ্র দাস গত ৩১ ডিসেম্বর, ২০২৬ ইং তারিখে (বৃহস্পতিবার) দিবাগত রাত ৩.৪৫ টায় ইহলোকের সকল মায়া ত্যাগ করে পরলোক গমন করেন।
স্বর্গীয় কার্তিক চন্দ্র দাসের ছোট বোন জামাই শ্রীগুরু সংঘ, পটুয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি স্বর্গীয় নরেন্দ্রনাথ দত্ত একই দিনে (বৃহস্পতিবার) দিবাগত রাত ২.১৫ টায় ইহলোকের সকল মায়া ত্যাগ করে পরলোক গমন করেন।



