সারাদেশ

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি ‘২৬) ভোরে সদর উপজেলার পলাশপোল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী জানায়, অভিযানে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি ছয়টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন—পলাশপোল এলাকার আমিনুল সরদারের ছেলে মো. ইয়াসিন আরাফাত (২৫), কামালনগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাকিব হোসেন (২০) এবং একই এলাকার মৃত মুকুল হোসেনের ছেলে মো. মুরাদ হোসেন (২০)।
সাতক্ষীরা সেনা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ইয়াসিন আরাফাত জেলার পরিচিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদক পাচার ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা উদ্ধারকৃত অস্ত্র ও লাঠি ব্যবহার করে এলাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।
আটকের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত আলামতসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও সন্ত্রাস দমনে সেনাবাহিনীর এমন অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাদুদুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,