জবাবদিহির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাবিপ্রবি উপাচার্য
রাবিপ্রবি প্রতিনিধিঃ নতুন বাংলাদেশে মানুষের অন্যতম আকাঙ্খা ছিলো জবাবদিহিতা নিশ্চিত করা। জবাবদিহিতা নিশ্চিতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ১৪ জানুয়ারি (বুধবার) সকালে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত উত্তর দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান।
এর আগে গত ১৪ জানুয়ারি (মঙ্গলবার) বৈষম্যহীন ও সমৃদ্ধ ক্যাম্পাস বিনির্মাণের জন্য বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যা, সংকট ও সীমাবদ্ধতা নিরসনের নিমিত্তে প্রশাসনের নিকট তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। পরবর্তীতে সকল শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য বৃহস্পতিবার সকালে প্রশাসনিক ভবনের সম্মুখে সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ জানান উপাচার্য।
শুরুতেই উপাচার্য শিক্ষার্থীদের সকালের শুভেচ্ছা জানিয়ে এক এক করে উত্থাপিত দাবিগুলোর ব্যাখা প্রদান করেন। তাৎক্ষণিক শিক্ষার্থীদের নানা প্রশ্নেরও উত্তর দেন উপাচার্য।
বাংলাদেশের প্রেক্ষাপটে এমন ঘটনা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন শিক্ষার্থীরা। তাদের চাওয়া নতুন বাংলাদেশের সর্বত্র এমন জবাবদিহিতার উদাহরণ তৈরি হোক।




