শ্যামনগরে ধানের শীষের প্রার্থীর পক্ষে সনাতনধর্মালম্বীদের সাথে মতবিনিময়
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা বিএনপি কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী ড.মনিরুজ্জামানের পক্ষে সনাতনধর্মালম্বীদের সাথে এক মতবিনিময়সভা আয়োজন করা হয়।
সাবেক চেয়ারম্যান জি এম সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জি এম সোলায়মান কবীর। সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাড.আশেক ই এলাহী মুন্না, বিএনপি নেতা খান আব্দুস সবুর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা সভাপতি বিষ্ণু পদ মন্ডল, সদস্য সচিব কিরণ শংকর চ্যাটার্জী, জেলা মতুয়া সংঘের সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী, রনজিৎ দেবনাথ, পুজাফ্রন্ট সভাপতি দেবব্রত ব্যানার্জী, নিপা রানী, বীরেন্দ্র নাথ বিশ্বাস, তারাপদ রপ্তান, তপন মন্ডল প্রমুখ।





