জয়পুরহাট ৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ২১ জানুয়ারি ২০২৬ইং
জয়পুরহাট দুটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০ টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া, জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান সহ জেলা বিভিন্ন কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে নির্বাচনের সময় আচরণ বিধি মেনে নির্বাচন করার নানা দিকনির্দেশনা মূল মত বিনিময় করে শেষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
জেলায় দুটি আসনে জামাত,বিএনপি, এবি পার্টি, বাসদ ও স্বতন্ত্র ৮ জন প্রার্থীর মাঝে প্রতি বরাদ্দ দেয়া হয়।
জয়পুরহাট -১ আসনে ৫ জন ও ২ আসনে ৩ জন মোট আটজন প্রার্থী প্রতিযোগিতা করছেন।




