পঞ্চগড়ে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা ও হাইড্রোলিক হর্ণ জব্দ
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ে শব্দ দূষণ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পঞ্চগড়ের জেলা প্রশাসন ও পঞ্চগড়ের পরিবেশ অধিদপ্তর।
২১ জানুয়ারী বুধবার জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পঞ্চগড়ের সদর উপজেলার চিনিকল হতে ফুলতলা সড়কের আহমদনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে রাস্তার উপরে অনাবৃত অবস্থায় নির্মাণ সামগ্রী সংরক্ষণ করে বায়ু দূষণ সৃষ্টির অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়।
এছাড়া যানবাহনে নির্ধারিত মান মাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহার করার অপরাধে দুটি ট্রাকের চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী চারটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ হাসান চৌধুরী।
এসময় পঞ্চগড় জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযান পরিচালনায় জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
পঞ্চগড়ের পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।




