সারাদেশ

বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৪৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

(মুহাম্মদ শাহীন আল মামুন, টাংগাইল)
টাঙ্গাইল সদরে অবস্থিত ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৪৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৬ জানুয়ারি দিনব্যাপী বিদ্যালয়ের স্কুল মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন পর্বের উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা। পরে দুপুরে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা পুরস্কার বিতরণ পর্বের উদ্বোধন করেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে অতিথিরা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর অতিথির কাছ থেকে অলিম্পিক মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ করে বিদ্যালয়ের ছাত্র। শ্রেণিভিত্তিক পৃথক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করে। আমন্ত্রিত অভিভাবকদের মধ্যে মহিলাদের জন্য ভাগ্য নির্ধারণ এবং পুরুষদের জন্য দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানটি ছিল বিশেষ উপভোগ্য। এ সময় বিদ্যালয়ের  প্রভাতী এবং দিবা শাখার সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র এবং ছাত্রদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পরে খেলা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ও চতুর্থ স্থান অঅর্জনকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। উল্লেখ্য এ বছর ৮ টি হাউজের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ শাহীন আল মামুন এর অগ্রদূত হাউজ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,