যারা চাঁদাবাজি, সন্ত্রাসীর পথ বেছে নিবে জনগণ তাদেরকেও প্রত্যাখ্যান করবে…..মাও.বিল্লাল হোসাইন মিয়াজি
মোঃ সোহেল রানা, চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ) আসনে জেলা জামায়াতের আমীর ও ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর নির্বাচনী জনসংযোগ, জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বিকেল ৩ টায় উপজেলার ৭ নং পাইকপাড়া ইউনিয়নের হাইস্কুল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল
নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন দলের নেতাকর্মীরা।ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা নানা
স্লোগানে মুখর করে তোলেন জনসভা এলাকা।জনসভাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর
পরিবেশের সৃষ্টি হয়।
এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী
জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
প্রধান অতিথীর বক্তব্যে তিনি বলেন, যারা চাঁদাবাজি, সন্ত্রাসীর পথ বেছে নিবে জনগণ তাদেরকেও প্রত্যাখ্যান করবে। গুম খুন সন্ত্রাসের রাজত্ব তৈরি করে বিগত অবৈধ সরকার নিজেদের কবর রচনা করেছে।
বিল্লাল হোসেন মিয়াজী আগামী ১২ তারিখের নির্বাচনে অতীতের ১৭ বছরের কলঙ্কিত ইতিহাসকে দূর করে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত জুলাই চেতনা ধারন করে ইনসাফের বাংলাদেশ, সুবিচারপূর্ণ, কল্যাণরাষ্ট্র গঠন করার লক্ষে ১০ দলীয় জোটকে বিজয় করার জন্য চাঁদপুর-৪ আসনে দাঁড়িপাল্লাকে বিজয় করার আহ্বান করেন।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,জেলা
জামায়াতের সহকারী সেক্রেটারী মো: হারুন আর-রশিদ,ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: ইউনুস হেলাল,ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি শাখাওয়াত হোসেন ইউনিয়ন সভাপতি মাওলানা আনিসুর রহমান,সাবেক আমির মাওঃ আবু জাফর মন্জু,ইউনিয়ন সেক্রেটারি আরিফ হোসাইনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।জনসভায় ইসলামি ছাত্রশিবির, এনসিপি,ছাত্র
মজলিস সহ ১০ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতা
উপস্থিত ছিলেন।




