বাংলাদেশ স্কাউটসের ফটো কনটেস্টে প্রথম জয়পুরহাটের সুব্রত
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ ও মার্কেটিং বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ৯ম বাংলাদেশ স্কাউটস ফটো কনটেস্টে রোভার ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন জয়পুরহাটের সুব্রত কর্মকার। তিনি কালাই ডিগ্রি কলেজের সম্মানের শিক্ষার্থী।
লেখাপড়ার পাশাপাশি ফটোগ্রাফির প্রতি আগ্রহ থেকেই সুব্রত কর্মকার ক্যামেরা হাতে নেন। শুরুতে বিভিন্ন ইভেন্টে কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের পর বাংলাদেশ স্কাউটস আয়োজিত ফটোগ্রাফি কোর্সে অংশগ্রহণ করে তিনি হাতে–কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
এই প্রশিক্ষণ ও অভিজ্ঞতার ধারাবাহিকতায় বর্তমানে তিনি “মনি ফটোগ্রাফি” নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। প্রায় ১০ সদস্যের একটি টিম নিয়ে বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক ইভেন্টে নিয়মিত ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সাপোর্ট দিয়ে আসছেন এবং স্থানীয় পর্যায়ে সুনাম অর্জন করেছেন।
উপজেলা পর্যায় থেকে জাতীয় পর্যায়ের এই অর্জন সুব্রত কর্মকারকে ফটোগ্রাফিতে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছে। ভবিষ্যতে একজন পেশাদার ফটোগ্রাফার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য তার।
এবারের প্রতিযোগিতায় রোভার ক্যাটাগরিতে ৫ জন এবং স্কাউটার ক্যাটাগরিতে ৫ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর সূত্রে জানা গেছে, শিগগিরই বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।




