সারাদেশ

নিষিদ্ধ সংগঠনের নেতা ও ছাত্র হত্যার আসামিরা প্রকাশ্যে! পুলিশ বলছে এটা কোন বিষয় নয়?

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামীলীগের একাধিক শীর্ষ নেতা ও ছাত্র হত্যা মামলার পলাতক আসামিরা হটাৎ প্রকাশ্য রাজনৈতিক তৎপরতায় যুক্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে এটা কোন বিষয় নয়?। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লার পক্ষে মাঠে নেমেছেন এসব নেতারা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি)  রাতে শিবচর পৌরসভার ২নং ওয়ার্ডের  শিবরায়ের কান্দি শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ মোল্লার বাড়িতে স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুর উদ্দিন মোল্লার উঠোন বৈঠক হয়। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলে আলোচনার সমালোচনার ঝড় সৃষ্টি হয়।
সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, নৌকা প্রতীক নিয়ে বিজয়ী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়র ও ছাত্র হত্যা মামলার আসামি আঃ লতিফ মোল্লা, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার বেপারী এবং শিবচর পৌর আওয়ামী লীগের সভাপতি ও ছাত্র হত্যা মামলার আসামি তোতা খান সম্প্রতি প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। এছাড়াও পদ্মা সেতু দক্ষিণ থানায় দুটি নাশকতার মামলায় এ-সব নেতারা এজাহারে উল্লেখিত আসামি। তারা বিভিন্নভাবে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সমর্থন আদায় ও সাংগঠনিক যোগাযোগ রক্ষা করছেন বলে জানা গেছে। অন্যদিকে শিবচর থানা পুলিশ জানিয়েছেন, এসব আসামিরা প্রকাশ্যে থাকলেও কোন বিষয় না।
স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও এভাবে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া রাজনৈতিক শিষ্টাচার ও প্রচলিত বিধি-বিধানের সঙ্গে সাংঘর্ষিক।
এ বিষয়ে অভিযুক্ত নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লার পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এ ধরনের তৎপরতা নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে নিষিদ্ধ সংগঠনের নেতাদের ভূমিকা নিয়ে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান কী হবে, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।
এবিষয়ে কেন্দ্রীয় বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য হেলেন জেরিন খান বলেন, আইন বহির্ভূত কাজের দায়িত্বটা প্রশাসনের। যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে তারা কিভাবে তারা ওপেন হয়ে ঘোরাফেরা বা সমাবেশ করে। বিষয়টা অবশ্যই প্রশাসনের দেখা উচিত।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শরিফুল ইসলাম মুঠোফোনে বলেন, স্বতন্ত্র প্রার্থীর সাথে নিষিদ্ধ আওয়ামিলীগের নেতাকর্মীরা নির্বাচনের প্রচার প্রচারণা করবে কিনা সেটা তাদের ব্যক্তিগত বিষয়। এই মুহূর্তে এ বিষয় নিয়ে আমাদের কোন চিন্তা নেই। তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে হত্যা মামলা থাক বা  না থাক এটা এখন আমাদের কোন বিষয় না?। আমাদের মূল বিষয়টা হল এখন নির্বাচন নিয়ে?।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নিষিদ্ধ সংগঠনের নেতাদের এ ধরনের তৎপরতা নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। একই সঙ্গে নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,