সারাদেশ

‎ডিম সিন্ডিকেটের বিরুদ্ধে তিন জেলার খামারিদের মানববন্ধন ‎

আবু হাসান (আকাশ), হাতীবান্ধা লালমনিরহাট:
‎​লালমনিরহাটের হাতীবান্ধায় কাজী ফার্মসসহ বিভিন্ন করপোরেট সিন্ডিকেটের প্রতিবাদে এবং ডিমের ন্যায্যমূল্যের দাবিতে লেয়ার খামারিদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎​আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার সানিয়াজান বাজারে এই কর্মসূচি পালিত হয়। পাটগ্রাম পোল্ট্রি মালিক সমিতির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের বিপুল সংখ্যক খামারি অংশগ্রহণ করেন।

‎​উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন নুরুজ্জামান। এসময় বক্তারা স্থানীয় খামারিদের বর্তমান দুরবস্থার কথা তুলে ধরেন এবং বড় প্রতিষ্ঠানের সিন্ডিকেটের কারণে সৃষ্ট লোকসান কাটিয়ে উঠতে বিভিন্ন দাবি পেশ করেন।

‎​মানববন্ধনকারীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে রাস্তায় ডিম ভেঙে এক অভিনব কর্মসূচি পালন করেন। এ সময় খামারিরা অভিযোগ করেন, করপোরেট সিন্ডিকেটের কারসাজিতে প্রান্তিক খামারিরা আজ ধ্বংসের মুখে। তাঁরা অবিলম্বে বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

‎​মানববন্ধনে নারী উদ্যোক্তা নুপুর আক্তার বলেন, “প্রতিদিন এক হাজার মুরগিতে আমাদের প্রায় দুই হাজার টাকা লোকসান হচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের খামার বন্ধ করে দিতে হবে।”

‎​অপর একজন খামারি আক্ষেপ করে বলেন, “আমরা ব্যাংক ঋণ নিয়ে খামার চালাই। প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা নিজেরা কী খাব, মুরগিকে কী খাওয়াব আর ঋণের কিস্তিই বা কীভাবে শোধ করব?”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,