যৌথ বাহিনীর অভিযানে মতলব দক্ষিণে অস্ত্র ও মাদকসহ আটক ৪
মতলব দক্ষিন (চাঁদপুর) থেকে: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ চার যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নারায়ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে আটক হন মেহরাব আমিন সিহাব (১৬), আরিফ হোসেন (৪২), সজিব মজুমদার (৩১) ও আনন্দ চক্রবর্তী (৩০)।
অভিযানকালে তাদের বসতঘর তল্লাশি করে যৌথবাহিনী ৪টি হাতুড়ি, ১টি চাপাতি, ৬টি চাকু, সাইকেলের চেইন দিয়ে তৈরি ৩টি দেশীয় অস্ত্র, ২টি স্মার্টফোন, ২টি বাটন মোবাইল ও প্রায় ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে। সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. ইবতেশাম চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানের পর আটককৃতদের মতলব দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ক্যাপ্টেন মো. ইবতেশাম চৌধুরী জানান, স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ চারজনকে আটক করা সম্ভব হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক জানান, আটক চারজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনজনের বিরুদ্ধে মাদক আইনে শাস্তি প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা জানান, আটক চারজনের মধ্যে তিনজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান এলাকায় অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




