সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে দাঁড়িপাল্লার জোয়ার সৃষ্টি হয়েছে
ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো জাহিদুল ইসলামের গণসংযোগ ক্রমেই সাড়া ফেলে চলেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে জামায়াত মনোনীত প্রার্থী জাহিদুল ইসলামের জনপ্রিয়তা ততই বাড়ছে। প্রতিদিনই জামায়াত প্রার্থীর উঠোন বৈঠকে জনগণের উপস্থিতি বাড়ছে। প্রতিটি উঠোন বৈঠকে নারী পুরুষ এবং যুবকদের উপস্থিতি লক্ষনীয় হারে বাড়ছে।
শুক্রবার বিকেল ৩টায় তেলকুপি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত উঠোন বৈঠকে বিপুল সংখ্যক নারী পুরুষ যোগদান করেন। সিরাজগঞ্জ শহর জামায়াতের ৪নং ওয়ার্ডের তেলকুপি ইউনিটের উদ্যোগে উঠোন বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত নেতা আবদুল হাই সেখ। দাঁড়িপাল্লা মার্কার গণসংযোগ উঠোন বৈঠকে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সিরাজগঞ্জ শহর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ, সহ-সেক্রেটারী হাফিজুল ইসলাম, খোকসাবাড়ী ইউনিয়ন যুব-জামায়াতের সভাপতি রাজু আহমেদ, জামায়াত নেতা আবু কাওসার তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তাগণ বলেন ফ্যাসিবাদ বিরোধী অবস্থান উক্ত পাড়া লক্ষ্যে, চাঁদাবাজ মুক্ত দুর্নীতিমুক্ত
ইনসাফ ভিত্তিক কল্যাণকর একটি রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াত মনোনীত প্রার্থী জাহিদুল ইসলামকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
উঠোন বৈঠকে তেলকুপি এলাকার ৫১ জন যুবক বাংলাদেশ জামায়াতে ইসলামিতে যোগদান করেন এবং জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে কাজ করার অঙ্গিকার করেন।
সিরাজগঞ্জ শহরের তেলকুপিতে দাঁড়িপাল্লা মার্কার উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম।




