অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার
বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে পলাশবাড়ী উপজেলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও গাইবান্ধা ০৩ আসনের সহকারী রিটাইনিং অফিসার শেখ জাবের আহমেদ।
৩১ জানুয়ারী ২০২৬ শনিবার বিকেলে পলাশবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে গণমাধ্যমের ভুমিকা অপরিসীম। ভুয়া, তথ্য বিভ্রাট, খবর ছড়িয়ে দিয়ে নির্বাচনের পরিবেশ যাতে অস্থিতিশীল না হয় সে দিকে লক্ষ রাক্ষার জন্য তিনি গুরুতারোপ করেন।
সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য নির্ভর ও শতভাগ বস্তু নিষ্ঠ হতে হবে।আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয় এমন সংবাদ প্রকাশ প্রচার থেকে বিরত থাকতে হবে।
এসময় পলাশবাড়ী উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





