সারাদেশ

সিরাজগঞ্জের জনসভায় তারেক রহমান বিএনপি ছাড়া দেশ পরিচালনায় অভিজ্ঞ কোনো দল নেই

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যার অভিজ্ঞতা রয়েছে কীভাবে দেশকে সঠিক ও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। বিএনপি ছাড়া বাংলাদেশকে যথাযথভাবে পরিচালনা করতে পারে এমন অভিজ্ঞতা সম্পন্ন কোনো রাজনৈতিক দল বর্তমানে নেই।
শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প পার্কে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়।
তারেক রহমান বলেন, মানুষ সবসময় তার ওপরই ভরসা করে, যার অভিজ্ঞতা আছে। মানুষ বিশ্বাস করে সেই শক্তির ওপর, যে কঠিন সময়ে জনগণকে ফেলে রেখে পালিয়ে যায়নি। তিনি দাবি করেন, এই গুণগুলো একমাত্র বিএনপির মধ্যেই বিদ্যমান। দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা দুঃসময় পার করলেও তারা জনগণের পাশ থেকে সরে যায়নি।
বিএনপি চেয়ারম্যান বলেন, আজ যদি দেশ গড়তে হয়, যদি প্রায় বিশ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হয়, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভাজন নয়, ঐক্যের মাধ্যমেই একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
সিরাজগঞ্জের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, সিরাজগঞ্জ দেখলেই তাঁত শিল্পের কথা মনে পড়ে। এই ঐতিহ্যবাহী শিল্প শুধু জেলার নয়, দেশের গর্ব। ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সিরাজগঞ্জের তাঁত শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। এতে করে তাঁতশিল্পের সঙ্গে জড়িত লাখো শ্রমিক ও কারিগর উপকৃত হবেন বলে তিনি উল্লেখ করেন।
দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা যে দুঃসময় পার করেছে, সে কথাও স্মরণ করেন তারেক রহমান। তিনি বলেন, কিছুক্ষণ আগেই সিরাজগঞ্জের একজন কন্যার বক্তব্য সবাই শুনেছেন, যিনি আওয়ামী লীগের সময় পুলিশের গুলিতে চোখ হারিয়েছেন। শুধু নিজেদের ভালো থাকলেই চলবে না, যারা ত্যাগ স্বীকার করেছে, যারা নিপীড়নের শিকার হয়েছে, তাদের সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। রাষ্ট্র পরিচালনায় মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
জনসভায় তারেক রহমান আরও বলেন, জনগণকে সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আবারও ভোটের অধিকার কেড়ে নেওয়া না যায়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,