চিরিরবন্দরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

এনামুল মবিন(সবুজ)
জেলা প্রতিনিধি দিনাজপুর.
দিনাজপুর চিরিরবন্দরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে আলোচনা সভায় সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, উপজেলা আইসিটি অফিসার মাঈদুল ইসলাম, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, অমরপুর ইউপি চেয়ারম্যান ইকবাল কাজী প্রমূখ বক্তব্য রাখেন।