সারাদেশ

ধামরাইয়ে কৃষি জমির মাটি কাটায় ৬ ভেকু ও ৩ ড্রেজার মেশিন জব্দ

মাহবুবুল আলম রিপন( স্টাফ রিপোর্টার)::
আজ মঙ্গলবার পর্ষন্ত এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক।

জানা যায়, উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই (দত্তখোলা) সূয়াপুর বাইল্যা বাসনা( সুইচখালী) শরীফবাগের ডেমরান ও কুল্লা এলাকার প্রভাবশালীরা এলাকায় প্রভাব খাটিয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই কৃষি জমিতে ভেক্যু দিয়ে মাটি কাটছিল ইট ভাটায় মাটি সরবরাহ করা জন্য। এ সব এলাকায় অভিযান চালিয়ে ৬ ভেক্যু ও রোয়াইল ও বালিয়া এলাকা থেকে ২ টি ড্রেজার মেশিন জব্দ করেন।

শরীফভাগের ডেমরান ও কুল্লা ইউনিয়ন এলাকার ভেকু দুটির মালিককে সতর্কতামূলক ৫০ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। বাকি ৪ টি ভেকু জব্দই রয়ে গেছে। সেগুলো ছাড়া হবে না বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক বলেন , ফসলি জমির মাটি কাটায় বিভিন্ন এলাকা থেকে ৬টি এস্ককেভেটর (ভেকু) জব্দ করা হয়েছে। কৃষি জমি সুরক্ষা করতে নিয়মিত আমাদের এই অভিযান চলবে। সেই সাথে ফসলি জমির মাটি কাটার সাথে জড়িতদের সকলকে আইনের আওতায় আনা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,