সারাদেশ

কচুয়া উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান পটুয়াখালী থেকে আটক

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের কচুয়া উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাড়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবুকে (৩৮) পটুয়াখালীর দুমকিতে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ ডিসেম্বর) রাতে তাকে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে কচুয়া থানায় হ*ত্যা, চাঁদা*বাজিসহ একাধিক মামলা রয়েছে।
জানা যায়, বুধবার তিনি স্ব পরিবারে কুয়াকাটায় অবস্থানকালে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রতিপক্ষ টের পেয়ে তাকে আটকের চেষ্টা করলে তিনি দ্রুত প্রাইভেটকার যোগে অবস্থান ত্যাগ করেন। কুয়াকাটা থেকে দ্রুত আসার সময় ব্রীজের টোল না দিয়ে তিনি পালিয়ে আসেন। ঘটনাটি লেবুখালি টোলে জানালে তারা স্থানীয়দের সহযোগীতায় কারটি আটকে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দুমকি থানায় নিয়ে আসে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে কচুয়া থানায় হ*ত্যা, চাদা*বাজিসহ একাধিক মামলা রয়েছে। তিনি কচুয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি। তাকে কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,