আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে
মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে।
গত বুধবার ০৭/০৮/২৪ ইং তারিখে মৌলভীবাজার সদর উপজেলার ১ নং খলিলপুর ইউনিয়নের আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধরের বাড়িতে আগুন লাগে।
আগুনে পুড়ে যায় একটি ঘর৷ এ সময় বসতভিটার আসবাপত্র সহ গোয়াল ঘরে থাকা দুটি গরু আগুনে পুড়ে যায় । কয়েকজন অগ্নিদগ্ধ হলেও কোনো নিহত হবার খবর পাওয়া যায়নি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের কারও জীবন সংটাপন্ন নয়। আগুনে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসীর সহায়তায় প্রায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত কোন কিছু জানা যায়নি। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের সাথে একাধিক বার যোগাযোগ করলেও কোন সহযোগিতা পাওয়া যায় নি। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১০ মিনিটের সময় আগুন লাগে। ঐ দিন সকালে অজ্ঞাত কয়েকজনকে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করতে দেখা যায়।