ফেনীর সোনাগাজীতে গৃহবধূর কাছে চাঁদাবাজির অভিযোগে একজন আটক।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ছড়ানোর ভয় দেখিয়ে চাঁদাবাজীর অভিযোগে ০১ জনকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।সোনাগাজী মডেল থানাধীন চর সাহাভিকারী গ্রামের আবুল হোসেন (৩৭) এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে দীর্ঘ ০২ বৎসর যাবত গৃহবধুকে ব্লেকমেইল করে আসছিল।আবুল হোসেন এবং তার সহযোগীদের ব্লেকমেইলের কারণে ইতোপূর্বে গৃহবধু তাকে ২০ হাজার টাকা দেয় এবং বিভিন্ন সময় সালিশ বৈঠক হয় তথাপি চক্রটি চাঁদাবাজি অব্যাহত রাখে।তাদের কারণে গৃহবধূ ০১ বছর যাবত পালিয়ে বেড়াচ্ছিল।সর্বশেষ গত ০৫/০১/২০২৫খ্রিঃ তারিখ গৃহবধু তার শুশুর বাড়িতে আসলে আসামিরা সেখানে গিয়ে গৃহবধুর কাছে পূনরায় ০১ লক্ষ টাকা চাঁদা দাবী করেন।এই বিষয়ে গত ০৬/০১/২০২৫ খ্রিঃ তারিখ সালিশ মীমাংসার বৈঠক বসলে সেখানে গৃহবধু এবং তার বোন ও ০২জন ভাতিজাকে আসামী আবুল হোসেন এবং তার ১০/১২ জন সহযোগী মিলে বেদম মারপিট করে গুরুতর জখম করে।তারই প্রেক্ষিতে গৃহবধু ১২ জনকে আসামী করে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে।উক্ত মামলার প্রেক্ষিতে আসামী আবুল হোসেনকে আজ দুপুরে কেরামতিয়া বাজার থেকে সোনাগাজী মডেল থানা পুলিশ গ্রেফতার করে এবং তার নিকট হইতে ০১টি মোবাইল ফোন উদ্ধার করে যাতে গৃহবধুর আপত্তিকর ছবি এবং ভিডিও রয়েছে,গ্রেফতারকৃত আসামী আবুল হোসেন ওরফে হোসাইন (৩৭),পিতা-আরব আলী,সাং-চর সাহাভিকারী,০৫নং চর দরবেশ ইউপি,থানা-সোনাগাজী জেলা-ফেনী।পরবর্তীতে আসামীকে উক্ত মামলায় বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।