সারাদেশ

সাতক্ষীরা মায়ের বাড়িতে স্বামী বিবেকানন্দের মুর্তি উন্মোচন

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
রহুরুপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর” স্বামী বিবেকানন্দের “সখার প্রতি” কবিতার অন্তিম দুটি চরণ তুলে ধরে বাগেরহাট রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী গুরু সেবানন্দজী মহারাজ বলেছেন, “শক্তিই জীবন, দুর্বলতাই মৃত্যু” এটাই হিন্দু জাতির মূল মন্ত্র।
বিশ্ব ধর্ম মহাসভায় বক্তৃতার মাধ্যমে স্বামীজী পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দু ধর্ম প্রচার করেন। জাত পাত ভুলে মানুষের সেবায় নিজেকে কিভাবে সমর্পণ করা যায় তার অন্যতম পথিকৃৎ ছিলেন স্বামী বিবেকানন্দ।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়িতে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মুর্তি উন্মোচন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যেসেবানন্দজী মহারাজ এসব কথা বলেন।
প্রধান অতিথি আরো বলেন, পাশ্চাত্য অভিজ্ঞতা স্বামীজীর কাছে এক নতুন দিগন্ত উন্মোচন করে। প্রাচ্য ও প্রাশ্চাত্যের মধ্যে সহযোগতিা এবং মৌলিক সাংস্কৃতিক বিনিময়ের মধ্যেই মানুষের ভবিষ্যৎ বিদ্যমান বলে তিনি মনে করতেন। দেশমাতৃকার সেবার জন্য বিবেকানন্দ যুবসমাজকে জীবন উৎসর্গ করার আহবান জানান।
সাধারণ মানুষের নবজীবন দানের উদ্দেশ্যে সেবামূলক কাজ করা, সকল প্রকার কুসংস্কার থেকে মুক্তি এবং অমানবিক কর্ম থেকে মুক্ত হয়ে একটি দৃঢ় জাতিস্বত্বা গঠণ করা ছিল তার লক্ষ্য। তার স্বদেশ সেবামূলক আবেদনে ভারতের আদর্শবাদি যুবসমাজ অনুপ্রাণিত হয়েছিল। এমনকি দেশের স্বাধীনতার জন্য তারা মৃত্যুবরণ করতেও অঙ্গীকারবদ্ধ হয়েছিল।
জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যাণার্জীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জয়মহাপ্রভু সেবক সংঘের সভাপতি ডাঃ সুশান্ত ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, মাধব চৈতন্য ব্রহ্মচারি, জেলা মন্দির সমিতির সহসভাপতি অ্যাড. তারক চন্দ্র মিত্র, সারদা সংঘের সভাপতি কল্যাণী রায়, বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি নয়ন কুমার সানা, সাধারণ সম্পাদক বিশ্বরুপ ঘোষ, সমাজকর্মী দীলিপ চ্যাটাজী প্রমুখ।
অনুষ্ঠান শেষে স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং