অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ফেনী জেলা জামায়াতের সহায়তা প্রদান।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ফেনী জেলা জামায়াতের সহায়তা প্রদান।ফেনী পৌরসভার ৩ নং ওয়ার্ডে সহদেবপুর মনছুর বস্তিতে গত মঙ্গলবার রাতে এক অগ্নিকাণ্ডে প্রায় বিশটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।ক্ষতিগ্রস্ত দের মাঝে ফেনী জেলা জামায়াতের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়।রোববার বিকেলে ঘটনাস্থলে গিয়ে উক্ত সহায়তা ক্ষতি গ্রস্তদের হাতে তুলে দেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠান ওয়ার্ড আমীর সুলতান মাহমুদ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও বিশেষ অতিথি ছিলেন মুফতি আবদুল হান্নান,ফেনী জেলা প্রচার সেক্রেটারী আ ন ম আবদুর রহিম,ফেনী শহর আমীর ইন্জিনিয়ার নজরুল ইসলাম।উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ার আলী,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইব্রাহীম,আবু জাফর প্রমূখ।