সারাদেশ

দ্বিতীয় দিনের মতো ফুটপাত দখলমুক্ত অভিযানে তৎপর সেনাবাহিনী

হাবিবুর রহমান মুন্না।।

 

কুমিল্লা নগরীর রাজগঞ্জ,ছাতিপর্টি,কাপড়িয়াপর্টি,

কাশারীপর্টি মোড়,চকবাজার, শাসনগাছা ফ্লাইওভার, ও পাসপোর্ট অফিসের সামনে রাস্তার দুই সাইডে থাকা অবৈধ দোকান স্থাপনাসহ ১১ টি বাঁশের গেট ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে।

 

রবিবার (১৯জানুয়ারি) সকাল ১১টা থেকেই  জেলা প্রশাসন ও সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের যৌথ

উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

 

এতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নূর আশেক ও সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদাতের নেতৃত্বে এই দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়।এতে সহযোগিতা করেন কুমিল্লা সিটি কর্পোরেশন ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নূর আশেক জানান, জনগণের চলাচল বিঘ্ন করে ফুটপাত দখল করে রাখে ব্যবসায়ীরা। বারবার সতর্ক করার পরেও তারা ফুটপাত ছেড়ে দেননি। তারই প্রেক্ষিতে আজ ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হয়।

 

তিনি আরও জানান, কুমিল্লা নগরবাসীকে যেন সুন্দর একটা নগরী উপহার দিতে পারি সে জন্য আমাদের এই যৌথ প্রচেষ্টা।ভবিষ্যতে শহরের কোনো ফুটপাত দখল করে দোকানপাট বসানো ও দোকানের মালামাল এবং রাস্তা দখল করে গেইট করে রাখার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।আমাদের এই অভিযান  অব্যাহত থাকবে

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,