সারাদেশ

চুলকাটিতে সৈয়দপুর প্রিমিয়ার লীগের নিলাম অনুষ্ঠিত

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদরের চুলকাটিতে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে সৈয়দপুর প্রিমিয়ার লীগের ৫ম আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) রাত ৮টায় ফকির রুহুল আমিনের সভাপতিত্বে চুলকাটি প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সৈয়দপুর তরুণ সংঘ ও দীপ্তি সংঘের আয়োজনে অনুষ্ঠিত খেলোয়াড় নিলাম কার্যক্রমের পরিচালনা করেন শেখ মজনু ও তরিকুল মোল্লা।
নিলাম অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে চুলকাটি বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক মল্লিক আমিনুল ইসলাম মুক্ত, সাবেক যুবদল নেতা শেখ মিজানুর রহমান রাজন, মাসুম ফকির, সাবেক ছাত্রনেতা হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আলী শেখ”সহ প্রেসক্লাবের সাংবাদিক, খেলোয়াড় ও ক্রীড়ামুদি দর্শক উপস্থিত ছিলেন।
নিলামে সিলভার ক্যাটাগরিতে ওবায়দুল্লাহ কে সর্বোচ্চ দামে দলে নিয়েছে সৈয়দপুর ষ্টার।
আগামী ৩১শে জানুয়ারি সৈয়দপুর স্কুল মাঠে সৈয়দপুর প্রিমিয়ার লীগের ৫ম আসরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,