সারাদেশ

ফেনীতে খেলাঘরের সাবেক সাধারন সম্পাদক জিয়াউদ্দিনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক ফেনীর সম্ভ্রান্ত পরিবারের সদস্য জিয়াউদ্দিন আহমেদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।শনিবার বিকালে খেলাঘর কার্যালয়ে মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।স্মরণসভায় খেলাঘর ফেনী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ মনির আহমদ এর সঞ্চালনায় বক্তব্য দেন,সাউথইস্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ,ব্যবসায়ী মো.সাহাবুদ্দিন,বিশিষ্ট সমাজসেবক আবদুল হক,সেরাজুল ইসলাম,আবুল কালাম,খেলাঘর জেলা কমিটির সদস্য নাজরানা হাফিজ অম্লান,জাবেদ ইসলাম,আয়েশা আক্তার প্রমূখ।
বক্তারা বলেন,জিয়াউদ্দিন আহমেদ আমৃত্যু শিশু-কিশোরদের জন্য কাজ করেছেন।তিনি বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন।
উল্লেখ্য,২০২৪ সালের ১৯ জানুয়ারি ফেনীর শর্শদির চৌধুরী বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন জিয়াউদ্দিন আহমেদ।তিনি খেলাঘরের আমৃত্যু প্রেসিডিয়াম সদস্য ছিলেন।এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,