সারাদেশ

” কুমারখালিতে ভ্যানচালক হত্যা মামলায় ভাবী ভাগ্নে সহ গ্রেফতার ৪”

মো: ইফতেখার হাবীব ( কুমারখালী – কুষ্টিয়া প্রতিনিধি)
কুষ্টিয়ার  কুমারখালীতে ভ্যানচালক মজিবর রহমান শেখ (৬২) হত্যা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২০শে জানুয়ারি) মধ্যরাতে উপজেলার পান্টি ইউনিয়নের দক্ষিণ মূলগ্রাম থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নিহত মজিবরের ছোট ভাই মজনু শেখ (৫৫) ও তার স্ত্রী সায়েরা খাতুন (৪৫), ভাগ্নে অমিত হাসান (৩৬), চাচা নাসির শেখ (৪৫)।
প্রসঙ্গত, জমি ও পাওনা টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ২০২৪ সালের পহেলা নভেম্বর কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের দক্ষিণ মূলগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মজিবর রহমান শেখকে মারধর করে গ্ররুত্বর আহত করেন স্বজনরা। আহত মজিবর রহমান শেখকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। ২ দিন চিকিৎসার পর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলে ৩ নভেম্বর তাকে বাড়িতে নিয়ে চিকিৎসা অব্যাহত রাখা হয়। এরপর ১২ নভেম্বর বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এঘটনায় ১৩ নভেম্বর নিহতের স্ত্রী শরীফা খাতুন বাদী হয়ে ৫ জনকে আসামী করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কুমারখালী থানা অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান শেখ জানান, ভ্যানচালক মজিবর রহমান শেখ হত্যা মামলায় ৫ জনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী ১ জনকে প্রেফতারের কার্যক্রম অব্যহত রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,