সারাদেশ

দেবীগঞ্জে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২১ জানুয়ারী মঙ্গলবার দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্বাবধানে ও যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজনে কর্মশালায় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদ। এসময়
দেবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আইয়ুব আলী, সদস্য সচিব আব্দুল গনি বসুনিয়া, যুগ্ম আহবায়ক এ এইচ এম তোবারক হোসেন হ্যাপী, পৌর বিএনপির আহবায়ক আনোয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর দেবীগঞ্জ উপজেলা আমীর ও সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, শ্রমিক কল্যান ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবুল বাশার বসুনিয়া,
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক ওয়াসিস আলমসহ বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, সংবাদকর্মীসহ বিভিন্ন পেশাজীবির লোকজন কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে ১২ টি গ্রুপে ভাগ করে বিভিন্ন বিষয়ের উপর মতামত দেয়ার জন্য বলা হয়। পরে তারা সরকারের শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, স্থানীয় সরকার বিভাগসহ বিভিন্ন দপ্তরের নানা অনিয়ম, দূর্নীতি, সংস্কারসহ বিভিন্ন মতামত লিপিবদ্ধ করেন। পরে সে মতামতের উপর তাদের মতামত ও অভিব্যক্ত ব্যক্ত করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,