সারাদেশ

রায়পুরে জুলাই-৩৬ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা 

মাহমুদ সানি,রায়পুর ( লক্ষ্মীপুর ) প্রতিনিধি:
বাংলাদেশকে বদলাই, বিশ্বকে বদলাই” এই প্রতিপাদ্যকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে জুলাই-৩৬ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রায়পুর উপজেলা প্রশাসনের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। প্রতিযোগিতায় উপজেলার প্রাথমিক পর্যায়ের ১২১ শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় দেয়ালিকা প্রদর্শন  করে প্রথম স্থান অর্জন করেন বামনি সাইচা আল আমিন, দ্বিতীয় স্থান অর্জন করেন কেরোয়া সপ্রাবি ও তৃতীয় স্থান অর্জন করেন পূর্ব চরপাতা, পশ্চিম চর আবাবিল, সাগরদি সপ্রাবি নির্বাচন করা হয়।
কোমলমতি শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় শিশুরা যেন মেতে উঠেছিলো তাদের মনের ভাবনাগুলোকে কাগজের ওপর জীবন্ত করে তোলার আনন্দে; তাদের না-বলা একেকটি চমৎকার গল্প ছবির রং-বেরঙের ভাষায় ফুটিয়ে তোলার অনাবিল এক সৃষ্টি সুখের উল্লাসে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইমরান খান বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি সুকুমার বৃত্তিমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সন্তানদেরকে আগ্রহী করে তুলতে অভিভাবকদের প্রতিও আহ্বান।
এসময় আরও উপস্থিত ছিলেন, প্রথামিক শিক্ষা অফিসার মোঃ মঈনুল ইসলাম,  পল্লী  সঞ্চয় ব্যাংকের অফিসার ফাতেমা শিরিন, আইসিটি কর্মকর্তা শুভ্রজিৎ রায় প্রমুখ।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং