সারাদেশ

পঞ্চগড়ে মন্দিরভিত্তিক শিশু ও গনশিক্ষার ক্রীড়া প্রতিযোগিতা

একেএম বজলুর রহমান, পঞ্চগড়

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২২ জানুয়ারী বুধবার সকালে পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পঞ্চগড়ের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পঞ্চগড়ের সহকারী প্রকল্প পরিচালক জগদীশ চন্দ্র রায়, পঞ্চগড়ের ফিল্ড সুপারভাইজার বিশ্বনাথ সিংহসহ প্রকল্পের শিক্ষকরা উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পঞ্চগড়ের সদর উপজেলার বিভিন্ন শিশু ও গনশিক্ষার কেন্দ্রের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। ধর্ম বিষয়ক মন্ত্রনালায়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট সারা দেশে মন্দির কেন্দ্রীক শিশুদের ধর্মীয় শিক্ষা প্রদান করছে৷ পঞ্চগড়ের পাঁচ উপজেলার ৯০ টি মন্দিরে তাদের পাঠদানের জন্য কেন্দ্র রয়েছে। সেসব কেন্দ্রে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের অধীনে শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,