Uncategorized

পাইকগাছায় সংঘবদ্ধভাবে জমি জবরদখলের; বিচার দাবীতে সংবাদ সম্মেলন

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় সংবদ্ধভাবে মৎস্য ঘেরের জমি জবর দখলের পায়তারাকারিদের বিচারের দাবীতে ভুক্তভোগী পরিবারগুলো সম্মিলিতভাবে সংবাদ সম্মেলন করেছেন।

৩১ জানুয়ারি শুক্রবার সকাল ১১ টায় প্রেসক্লাব পাইকগাছা এর কার্যলয়ে উপস্থিত হয়ে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে পার্শ্ববর্তী তালা থানার খেশরা ইউনিয়নের মৃত মঙ্গল মোড়লের ছেলে মোঃ আব্দুল করিম মোড়ল লিখিত বক্তব্য বলেন, আমরা দীর্ঘ প্রায় ১৫-২০ বছর যাবত পাইকগাছার হিতামপুর মৌজা ও তালা থানার খেশরা মৌজার সীমান্তবর্তী বিল এলাকায় এসএ ১১১১.৫১.১২০৫.৪৮১.১৩৬৬ খতিয়ান এবং বর্তমানে ডিপি ২৬০৭.১২৬০.২৫৯৩. ২৬৩৫ খতিয়ানে মোট ৮ একরের ও বেশি জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। ২০২৫ সাল পর্যন্ত সমস্ত জমির কর খাজনা পরিশোধ আছে। উক্ত জমি আমরা পাইকগাছা থানার গদাইপুর ইউনিয়নের মোঃ নজরুল গাজী, সরদার সাহেদ আহমেদ, মোঃ রাশেদ বিশ্বাস, সরদার ফারুক আহমেদ কে ৩ বছরের চুক্তিতে মৎস্য ও ধান চাষ করার জন্য হারী প্রদান করেছি।

এমতাবস্থায় ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর আমরা যাদেরকে জমি হারী প্রদান করেছি, তাদের মাধ্যমে জানতে পারি পাইকগাছা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা ও কর্মি হামিদ শেখ, মোঃ মামুন সরদার, মাহবুব সরদার, সরজিত ঘোষ দেবেন, আরিফুল ইসলাম, রুবেল হোসেন, আমিন জোয়ার্দার, সুজন জোয়ার্দার, রানা গাজী, আলমগীরসহ আরো ১৫/২০ জন সংঘবদ্ধভাবে আমাদের এ জমি জবর দখলের পায়তারা করে আসছে। এ ঘটনাটি আমরা জানার পর সেখানে খোঁজ খবর নিতে যেয়ে দেখি আমাদের জমিতে বেড়ি বাঁধ বন্দী দিতে উল্লেখিত ব্যাক্তিরা বাঁধা সৃষ্টি করছে। আমরা তাদেরকে আমাদের জমিতে অন্যায় এবং জোরপূর্বক দখল নেওয়ার বিষয়ে নিষেধ করলেও তাহারা কোনো কর্নপাত না করেনি।

সংবাদ সম্মেলনে করিম মোড়ল আরো বলেন, বর্তমানে তাহারা বহাল তবিয়তে জমি জবরদখলের পায়তারা চলমান রেখেছে। তাছাড়া আমরা যাহাদেরকে জমি হারী দিয়েছি তাদেরকে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি অব্যহত রেখেছে। একারণে জমির হারীদারেরা আমাদের সকল জমি মালিকদের হারীর টাকা পরিশোধ করবে না, বলে জানিয়ে দিয়েছেন। এতে ভুক্তভোগীরা, জমি জবরদখল, হারীর টাকা না পাওয়াসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির আশংকা করছে।এজন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির স্থানীয় ও কেন্দ্রিয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট প্রশাসন কাছে বিচারের দাবী জানিয়েছেন।

অপরদিকে এবিষয়ে রানা গাজী বলেন, এ খতিয়ানের জমিতো দুরের কথা, ঘেরটিও কোথায় তা আমি কিছুই জানিনা।কিছু বাজে লোক সন্মানহানি করার জন্য আমার নাম বলতে পারে। আরিফুল ইসলাম ও সরজিত ঘোষ দেবেন ও একই কথা বলেন।

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

libreoffice download for windows 7 ✓ Get Free Office Suite Now

  • জানুয়ারি ১, ২০২৩
LibreOffice download for Windows 7 offers a free and open-source office suite with Writer, Calc, and Base. ✓ Download now