সারাদেশ

বিজ্ঞান বিষয়ক প্রোগ্রাম

বরগুনা প্রতিনিধি।

৩১ জানুয়ারি ২০২৫ রোজ শুক্রবার বরগুনা সদর উপজেলায় অনুষ্ঠিত হলো “বরগুনা সাইন্স সোসাইটি‘ আয়োজিত বিজ্ঞান আড্ডা।
“চলো বিজ্ঞানকে জানি” এই প্রতিপাদ্য সামনে রেখে আজকের বিজ্ঞান আড্ডা অনুষ্ঠিত হয়।
আজকের আলোচনায় স্পিকার হিসেবে ছিলেন -(১) মোঃ আল মামুন, প্রভাষক, আইসিটি, বরগুনা রেসিডেনসিয়াল মডেল কলেজ ও উপদেষ্টা বরগুনা সাইন্স সোসাইটি। স্যার উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে জ্ঞান বিস্তারে ভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন। (২) মোঃ নিজাম উদ্দীন, সহকারী শিক্ষক, বরগুনা ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়। স্যার বিজ্ঞানের মৌলিক ধারণা এবং এর প্রায়োগিক দিক নিয়ে আলোচনা করেন। বিজ্ঞান আড্ডা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মোঃ আকিল আহমেদ, সভাপতি ও প্রতিষ্ঠাতা, বরগুনা সাইন্স সোসাইটি। তিনি বিজ্ঞান চর্চা ও প্রসারে অগ্রণী ভূমিকা রাখছেন এবং বিজ্ঞানকে জনপ্রিয় করতে এবং তরুণদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি করতে কাজ করছেন।
বরগুনা সাইন্স সোসাইটি ২০১৮ সাল থেকে বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী তৈরিতে অপরিসীম ভূমিকা রাখছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং