সারাদেশ

সিরাজগঞ্জে ঢাকা জেলা মহিলা দল বনাম রাজশাহী জেলা মহিলা দল প্রমিলা ফুটবল ফাইনাল ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে ঢাকা জেলা মহিলা দল বনাম রাজশাহী জেলা মহিলা দল প্রমিলা ফুটবল ফাইনাল ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১লা ফেব্রুয়ারি) বিকাল ৩ ঘটিকায় শহরের মাসুমপুর খেলার মাঠ সিরাজগঞ্জ শহরের ১নং ওয়ার্ড মাসুমপুর নিউমার্কেটের পার্শ্বে মাঠে মাছুমপুর ক্রিয়া চক্রের উদ্যোগে অত্র সংগঠনের সভাপতি এবং জেলা বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হেদায়েতুল ইসলাম ফ্রুট এর সভাপতিত্বে ঢাকা জেলা মহিলা দল বনাম রাজশাহী জেলা মহিলা দলের প্রমীলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরসহ প্রমুখ। উক্ত খেলায় আরও অন্য অন্য নেতা কর্মী ও এলাকাবাসী, সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
উক্ত খেলায় ঢাকা জেলা মহিলা দল বনাম রাজশাহী জেলা মহিলা দল এক ঘন্টা খেলা অতিবাহিত হলেও কোন গোল না হওয়ায় ট্রাইব্যাগারে ঢাকা জেলা মহিলা দল তিন গোলে বিজয়ী হয়। খেলা শেষে প্রধান অতিথির পুরস্কার বিতরণের মাধ্যমে দিয়ে শেষ হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,