সারাদেশ

মহেশপুর সীমান্তে বাংলাদেশী নাগরিক ও মাদক আটক

মহেশপুর (ঝিনাইদহ) থেকে মোঃ আজাদঃ ০১.০২.২০২৫ইং।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে মাদক ও অবৈধভাবে সীমান্ত পারাপারকারী ১২ জন বাংলাদেশী নাগরিককে  আটক করেছে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন (বিজিবি)। শনিবার রাতে উপজেলার পলিয়ানপুর,কুসুমপুর ও লড়ায় ঘাট এবং জীবন নগর উপজেলার উথলী বিজিবির টহলদল এসব সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে অরতীয় মদ,ফেনসিডিল ও ১২ জন বাংলাদেশী নাগরিককে  আটক করে ।
শনিবার দুপুরে মহেশপুর-৫৮বিজিবির মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর-৫৮বিজিবির অধিনস্ত মহেশপুর উপজেলার পলিয়ানপুর বিওপি রায়পুর গ্রামের মেহগনী বাগানের মধ্যে হতে ৫৭,কুসুমপুর বিওপি পিপুলবাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম এর আম বাগানের মধ্যে হতে ২৮ বোতল ভারতীয় মদ ও জীবন নগর উপজেলার উথলী বিওপি উথলী মোল্লাপাড়া কলা বাগানের মধ্যে হতে ৪৮ বোতল ভারতীয় মদ এবং ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, পলিয়ানপুর, বেনীপুর, শ্রীনাথপুর এবং বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা হতে নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে ১২ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। জব্দ মাদক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং