Music বিনোদন

বছরের প্রথম উন্মুক্ত কনসার্ট চট্টগ্রামে

বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আট ব্যান্ড নিয়ে উন্মুক্ত কনসার্ট। জানা গেছে, আগামী ৬ ফেব্রুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে গালা নাইট কনসার্ট। যেখানে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড-নগর বাউল, শিরোনামহীন, আর্টসেলসহ আরও পাঁচটি ব্যান্ড। এ কনসার্টের প্রধান আকর্ষণ নগরবাউল জেমস।
যাদের ঘিরে শুরু হয়েছে প্রচার। ব্যান্ডের মুখপাত্র রবিন ঠাকুর গণমাধ্যমকে বলেন, ‘এ শহরের সঙ্গে আমাদের গভীর একটি সম্পর্ক আছে, যা সবাই কমবেশি জানে। এখানে সবসময় নগরবাউল শ্রোতাদের জন্য নিজেদের উজাড় করে দেয়। এবারও তার ব্যতিক্রম হবে না। শুধু আমরা নই, এ আয়োজনে দেশের আরও জনপ্রিয় ব্যান্ডগুলো অংশগ্রহণ করবে।’
এ কনসার্ট নিয়ে শিরোনামহীন ব্যান্ডের জিয়া বলেন, ‘চট্টগ্রামে কনসার্ট করতে পারা সবসময় আনন্দের। এটি ব্যান্ডের শহর। এখানকার মানুষ ব্যান্ড সংগীতকে হৃদয় দিয়ে ভালোবাসে। তাদের সামনে গান গাওয়ার অনুভূতি প্রকাশ করা অসম্ভব। সবাই আসুন সুন্দর একটি দিন কাটাই। এ ছাড়া এ মাসে প্রথমবারের মতো শিরোনামহীন চট্টগ্রাম অঞ্চলের আরও একটি জেলায় কনসার্ট করবে, যা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড। আশা করছি বছরটি আমাদের ব্যান্ড ইন্ডাস্ট্রির জন্য সুন্দর কাটবে।’

 

facebook sharing button
twitter sharing button
linkedin sharing button
blogger sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button

You may also like

বিনোদন

শাকিবের ‘দরদ’ নিয়ে যা বললেন অপু বিশ্বাস

বাংলাদেশসহ ২২টি দেশে একযোগে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। গেল পাঁচ বছরে কোনো উৎসব ছাড়া মুক্তি পেত না
Uncategorized বিনোদন

বাংলার প্রাচীন লোক ঐতিহ্য মশাল উৎসব

ফারিয়াজ ফাহিম জামালপুর। গতকাল বাংলা কার্তিক মাসের শেষ দিন ছিলো। আগে গ্রামে এই দিনের সন্ধ্যা বেলায় মশাল জ্বালানো উৎসব হত।