শিক্ষাঙ্গন

‎বেরোবির বিজয়-২৪ হলে রুমমেটের বিরুদ্ধে শারীরিক আক্রমণের অভিযোগ

বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সৌরভ নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে অবৈধ সিট দখল ও শারীরিক আক্রমণের অভিযোগ উঠেছে।‎মঙ্গলবার (১ জুলাই) বিজয়-২৪ হলের আহসান হাবীব নামের এক শিক্ষার্থী প্রক্টর বরাবর একটি অভিযোগ জমা দিয়েছে।

‎অভিযোগপত্রে বলা হয়েছে, গত সোমবার  (৩০ জুন) বিজয়-২৪ হলের ৪০৮ রুমের বাসিন্দা অর্থনীতি বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী সৌরভ  ও তার বন্ধু সায়েমের সাথে সমাজবিজ্ঞান বিভাগের  আহসান হাবীব বাকবিতন্ডা হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে আহসান হাবীবের ওপর অতর্কিতভাবে শারীরিক আঘাত ও কিল ঘুষি মারার অভিযোগ করেন তিনি ।

‎আহসান হাবীব আরও অভিযোগ করেন, সৌরভ পূর্বে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে ৪০৬ নাম্বার রুমে সিট দখল করলেও জুলাই বিপ্লবের পর নিজস্ব প্রভাবে ৪০৮ নাম্বার রুমে সিট বাগিয়ে রেখেছে।

এ ব্যাপারে সৌরভের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বন্ধু সিয়াম আমার রুমে আসছিল তখন আহসান হাবীব ঘুমাচ্ছিল। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে রাগারাগি করে কথা বলছিলাম। এর মাঝে হাবীব ঘুম থেকে উঠে, আর বলে আমাকে গালি দিলি কেন? এর-ই মধ্যে দুজনের মধ্যে বাকবিতন্ডা হতে থাকে। পাশাপাশি আমার বন্ধুও তাকে বোঝানোর চেষ্টা করলে এক পর্যায়ে আহসান হাবীব আমার বন্ধুর গায়ে হাত তুলে। এর পরে হাতাহাতির ঘটনা ঘটে। তবে প্রথমে হাবীব-ই গায়ে হাত তুলে।

এছাড়াও অবৈধ সিট দখলের ব্যাপারে বলেন, আমার এটা বৈধ সিট। আমি এক বড় ভাইয়ের বৈধ সিটে আছি।‎

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান বলেন, আমরা আজকে অভিযোগপত্র পেয়েছি।  আমরা প্রক্টর বডি উভয় পক্ষকে ডাকবো, তাদের কথা শুনবো তারপর যথাযথ ব্যবস্থা নিব।

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর