কুষ্টিয়ায় বিএসটিআই-এর মোবাইল কোর্ট অভিযান: দুই আইসক্রিম প্রতিষ্ঠানে জরিমানা

শুভ ইসলাম সম্রাট, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া:
কুষ্টিয়া, ১৮ মে ২০২৫: রোববার-কুষ্টিয়া সদর উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়া-এর সহায়তায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা) জনাব মুমতাহিনা পৃথুলার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোট ৪টি মামলা দায়ের করা হয় এবং ৬৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে মিষ্টি ফুজি আইসক্রিম, কুমারগাড়া, কুষ্টিয়া সদর-এর বিরুদ্ধে বিএসটিআই’র সিএম লাইসেন্স না থাকায় ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিংইনস্টিটিউশন আইন, ২০১৮’ অনুযায়ী ২৫,০০০ টাকা এবং মোড়কজাতকরণ নিবন্ধন না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৫,০০০ টাকা জরিমানা করা হয়। একইভাবে, নিউ রুচি আইসক্রিম, ৯৮/২, ঢাকা-রাজবাড়ী মহাসড়ক, কুষ্টিয়া সদর-এর বিরুদ্ধেও একই অভিযোগে যথাক্রমে ৩০,০০০ টাকা ও ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ে বিএসটিআই থেকে প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) জনাব মোঃ রেজানুর রহমান সরকার এবং পরিদর্শক (মেট্রোলজি) জনাব সুমন কুমার পাল।
জনস্বার্থে বিএসটিআই-এর এ ধরনের অভিযান চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।