হাজীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

মোঃ হাবিবুর রহমান (হাজীগঞ্জ চাঁদপুর)চাঁদপুরের হাজীগঞ্জে ক্রিকেট বল কুড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাইফ বিন আনোয়ার (১০) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসার একটি টিনসেট ভবনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফ মকিমাবাদ এলাকার কাশারী বাড়ির বাসিন্দা আনোয়ার হোসেন লিটনের ছেলে। সে স্থানীয় আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী বন্ধু ও স্থানীয়রা জানান, মাদ্রাসার পাশে বন্ধুসহ ক্রিকেট খেলছিল সাইফ। হঠাৎ বলটি ভবনের পাশে পড়ে গেলে তা কুড়াতে গিয়ে ভবনের টিনে হাত লাগতেই সে বিদ্যুতায়িত হয়।
তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত সাইফের সহপাঠী, শিক্ষক ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসা ভবনের টিনসেট অংশে দীর্ঘদিন ধরে বিদ্যুতের তার ঝুলে ছিল এবং কেউ এটি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে বহুবার অবগত করা হলেও কর্তৃপক্ষ অবহেলা করেছে বলে দাবি তাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “একটা শিশুর প্রাণ গেল, অথচ এতদিন কেউ উদ্যোগ নেয়নি। এমন অব্যবস্থাপনা চলতে থাকলে আরও দুর্ঘটনা ঘটবে।”
এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং স্থানীয় বিদ্যুৎ বিভাগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।