Uncategorized আন্তর্জাতিক রাজনীতি সারাদেশ

রাষ্ট্রপতির সাথে শুভেচ্ছা বিনিময় করেন হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ।

রিপোর্টার: প্রসেন সরকার |

জয় দশমী উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মহোদয়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে আরও উপস্থিত ছিলেন, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়।

মহাজোটের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাড দ্বীনবন্ধু রায়, নির্বাহী সভাপতি প্রদীপ কুমার পাল, মহাসচিব অ্যাড গোবিন্দ চন্দ্র প্রামাণিক, প্রেসিডিয়াম সদস্য সুজন দে, যুগ্ম মহাসচিব সুকুমার পাল, শিবপুরের কৃতি সন্তান, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর সভাপতি সজীব কুন্ডু তপু।

(এসপি/এসপি/অক্টোবর ০৩, ২০২৫)

 

 

 

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,