আন্তর্জাতিক

স্টারমারের প্রশংসায় ট্রাম্প, শিগগিরই যাবেন যুক্তরাজ্য সফরে

বৃটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারকে প্রশংসায় ভাসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে স্টারমার এখন পর্যন্ত ভালো করেছেন বলে প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

শনিবার মার্কিন প্রেসিডেন্টের বিমান বোর্ড এয়ার ফোর্স ওয়ানের প্রেস রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিবিসির প্রশ্নের জবাবে এসব বলেছেন ট্রাম্প।

সংবাদমাধ্যমটিকে ট্রাম্প আরও বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফোনে কথা বলবেন উভয় নেতা। নির্বাচনের আগ থেকেই স্টারমার এবং ট্রাম্পের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ট্রাম্পের প্রচারণার সময় তার সঙ্গে নিউ ইয়র্কে একান্ত বৈঠকও করেছিলেন স্টারমার।

প্রযুক্তি খাতের শীর্ষ ধনী ও ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্ক স্টারমারের তীব্র সমালাচোনার পর বৃটেনের প্রধানমন্ত্রীর পক্ষে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট।

মাস্ক বারবার স্টারমারকে তার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এতে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাননি ট্রাম্প। উল্টো তিনি স্টারমারের পক্ষে সাফাই গাইলেন। ট্রাম্প বলেছেন, আমি তাকে বেশ পছন্দ করি, তার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম সফরে ট্রাম্প কোথায় পা রাখবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এটা হতে পারে সৌদি আরব, আবার এটা বৃটেনও হতে পারে। ঐতিহ্যগতভাবে প্রথম প্রেসিডেন্সি সফর বৃটেনেই হতে পারে বলেও জানিয়েছেন ট্রাম্প। যদিও এর আগের মেয়াদে প্রথম বিদেশ সফরে সৌদিতে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

You may also like

আন্তর্জাতিক সারাদেশ

ভারত যদি রপ্তানি বন্ধ করে তাহলে তারাই ক্ষতিগ্রস্থ হবে….ভোমরায় উপদেষ্টা এম সাখাওয়াত

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা :: বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্যে অসহযোগিতা করলে ভারতই ক্ষতিগ্রস্থ হবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের
আন্তর্জাতিক

মনমোহন সিংয়ের মৃত্যু ভারতে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা

  • ডিসেম্বর ২৭, ২০২৪
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে দেশটির সরকার সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব জি