সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশু আয়শার মর্মান্তিক মৃত্যু
ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সড়ক দুর্ঘটনায় চার বছরের এক শিশু মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টা বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের বড় সগুনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মোছাঃ আয়শা খাতুন (০৪) বড় সগুনা গ্রামের মোঃ শাহীন মন্ডল ও ময়না খাতুন দম্পতির একমাত্র কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল অনুমান সাড়ে ৮টার দিকে বাড়ির সামনে পাকা রাস্তার উপর দিয়ে একটি অজ্ঞাত লছিমন গাড়ি দ্রুতগতিতে চলছিল। এ সময় বাড়ির ভিতর থেকে দৌড়ে রাস্তায় এসে পড়ে ছোট্ট আয়শা। হঠাৎ লছিমনের সামনে চলে আসায় গাড়ির ধাক্কায় আয়শা গুরুতর আহত হয়। মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের সদস্যরা উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সকাল অনুমান ৯টার দিকে আয়শা মৃত্যুবরণ করে।
দুর্ঘটনার পর লছিমন চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে লছিমনটির নম্বর বা চালকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
নিহত আয়শার মরদেহ বর্তমানে পরিবারের হেফাজতে নিজ বাড়িতে রয়েছে।
এদিকে খবর পেয়ে বেলকুচি থানা পুলিশের এসআই মোঃ হাসানুজ্জামান সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।





