বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু
আলফাজ মামুন নুরী
কক্সবাজার প্রতিনিধি
বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির আসন্ন নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিভিন্ন প্রার্থী। নির্বাচনী তফসিল অনুযায়ী আজ বুধবার (২০ আগস্ট ২০২৫) ও আগামীকাল বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা নেওয়ার কার্যক্রম চলবে।
স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে সমিতির নিজস্ব কার্যালয়— বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি প্রাঙ্গণ।
প্রার্থীদের মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে সমিতির নির্বাচনী পরিবেশে নতুন উত্তাপ সৃষ্টি হয়েছে।





