বিনোদন

বাংলাদেশ নিয়ে ফেসবুক পোস্টে যা জানালেন হানিয়া আমির

প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বাংলাদেশেও অভিনেত্রীর ভক্ত রয়েছে। ঢাকায় এসে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন অভিনেত্রী সেই সঙ্গে বাংলাদেশি খাবার খেয়েছেন। ফেসবুকে বাংলাদেশ নিয়ে পোসও করেছেন হানিয়া।

পাকিস্তানে ফেরার আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৭ মিনিটে হানিয়া তার ফেসবুক পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, “আসসালামু আলাইকুম, পাকিস্তানে ফিরে যাওয়ার সময় এসেছে। বাংলাদেশের ভক্ত ও জনগণকে বিদায় জানানো খুব কঠিন, যারা আমাকে সত্যিই ভালোবাসে এবং সমর্থন করে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। খাবার অসাধারণ ছিল, মানুষগুলো অসাধারণ। অনেক ধন্যবাদ।”

হানিয়া ঢাকায় আসার সুযোগটি পেয়েছিলেন একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে। দেশে উপস্থিতি সীমিত সময়ের হলেও, অনুরাগীদের সঙ্গে তার দেখা এবং বাংলাদেশের নানান অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, হানিয়া পাকিস্তান ছাড়িয়ে বাংলাদেশ ও ভারতেও ব্যাপক জনপ্রিয়। ২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। পরবর্তীতে ধারাবাহিকের মাধ্যমে যেমন ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ ও ‘কাভি মে কাভি তুম’-এ অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান।

বলিউডেও অভিষেক ঘটেছে ‘সর্দারজি ৩’ সিনেমার মাধ্যমে। অভিনয়ের পাশাপাশি তিনি গানেও হাতেখড়ি করেছেন। পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন হানিয়া। ২৮ বছর সর্দারজি হানিয়ার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ১ কোটি ৩৫ লাখের বেশি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

বিনোদন

শাকিবের ‘দরদ’ নিয়ে যা বললেন অপু বিশ্বাস

বাংলাদেশসহ ২২টি দেশে একযোগে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। গেল পাঁচ বছরে কোনো উৎসব ছাড়া মুক্তি পেত না
Uncategorized বিনোদন

বাংলার প্রাচীন লোক ঐতিহ্য মশাল উৎসব

ফারিয়াজ ফাহিম জামালপুর। গতকাল বাংলা কার্তিক মাসের শেষ দিন ছিলো। আগে গ্রামে এই দিনের সন্ধ্যা বেলায় মশাল জ্বালানো উৎসব হত।