সারাদেশ

কচুয়ায় যক্ষানিয়ন্ত্রণ বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার দাস, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় ব্র্যাকের যক্ষানিয়ন্ত্রণ বিষয়ক এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১০ টা থেকে ১ টা পর্যন্ত ৩ ঘন্টা ব্যাপি কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা: মনিসংকর পাইক এর সঞ্চালনায়   উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসম মাহাবুবুল আলম এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ।
এছাড়াও সন্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি বিজয় কুমার জোয়াদ্দার, কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী,সমাজসেবা কর্মকর্তা হাসিবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ আল ইমরান,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, ব্র্যাকের জেলা ব্যাবস্থাপক মাসুদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর প্রোগ্রাম অফিসার বর্না রানী সাহা,এনটিপি প্রতিনিধি ডাঃ হাসানুজ্জামান সহ বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক সহ প্রমুখ।
সভায় বাংলাদেশে যক্ষ্মা রোগের অবস্থা ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লক্ষ্যমাত্রা,যক্ষ্মা কী,প্রকারভেদ,কীভাবে ছড়ায়,যক্ষ্মা রোগের লক্ষণ,রোগ শনাক্তকরণ,যক্ষ্মা রোগ সম্পর্কে সামাজিক ধারণা এবং যক্ষ্মা নিয়ন্ত্রণে অংশগ্রহণকারীদের ভূমিকা,আইপিটি চিকিৎসা,এমডিআর টিবি কী এ বিষয়ে আলোচনা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,