গাজীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪টি আসনের প্রার্থী চূড়ান্ত

মারুফ হাসান, (কালীগঞ্জ) গাজীপুর:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫ টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করে নাম প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ।
জানা গেছে, গাজীপুর ২,৩,৪,৫ এই আসন গুলোর প্রার্থী চূড়ান্তর করা হয়েছে তবে গাজীপুর-১ আসনের প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি ।
এ বিষয়ে গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন এবং গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শেফাউল হক বলেন, প্রাথমিকভাবে ৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে । গাজীপুর -১ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি।
এদিকে যেসব আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে তারা হলেন : সদর (গাজীপুর -২) আসনে মহানগর জামাতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হোসেন আলী। শ্রীপুর (গাজীপুর-৩) আসনে গাজীপুর জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. জাহাঙ্গীর আলম। কাপাসিয়া (গাজীপুর -৪) আসনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সদর মেট্রো থানার আমির অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী৷কালীগঞ্জ (গাজীপুর-৫) আসনে মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান।
অন্যদিকে কালিয়াকৈর (গাজীপুর-১) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কে হবেন তা এখনো পর্যন্ত ঠিক হয়নি বলে তারা জানান গেছে ।