সারাদেশ

ফেনীতে রোজাদারের জন্য বিনামূল্যে বন্ধু মহলের ইফতার বুথ।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
রমজান মুসলমানদের জন্য পবিত্র মাস,যা ইবাদত ও আত্মশুদ্ধির সময়।এই মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কঠোর নিয়ম মেনে রোজা পালন করা হয়।প্রতিদিনের শেষে রোজাদারেরা ইফতারি দিয়ে তাঁদের রোজা ভঙ্গ করেন।আর সমাজে অবহেলিত হতদরিদ্র কিছু ছিন্নমূল মানুষদের মাঝে এই ইফতারির জন্যও হাহাকার দেখা যায়।তাদের কথা চিন্তা করেই বন্ধু মহল ফেনী জেলার উদ্যোগে বিনামূল্যে ইফতারের বুথ চালু করা হয়েছে।
আজ রবিবার দুপুরে ফিতা কেটে ফেনী সদর হাসপাতাল গেইট সংলগ্ন স্থানে ইফতার বুথটি স্থাপন করা হয়।এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফেনী সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী, আর.এম.ও ডাঃআসিফ ইকবাল,সাংবাদিক আসাদু জ্জামান দারা সমাজসেবক ইমন উল হক,সৌদি আরবস্থ প্রবাসী ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসেন রতন ফেনী জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন,বন্ধু মহল ফেনী জেলার উপদেষ্টা মীর হোসেন রাসেল, উপদেষ্টা মোহাম্মদ রফিকুল ইসলাম,পুরো রমজান মাস জুড়ে হাসপাতালে আগত রোগীর আত্মীয়-স্বজন ও পথচারী রোজাদারদের মাঝে ইফতারের প্যাকেট উপহার হিসেবে প্রদান করা হবে।এই সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ জিয়া উল হক জানান,রমজানে হাসপাতালে আগত রোগির আত্মীয়-স্বজন ও পথচারী দের কথা চিন্তা করে হাসপাতালের গেট সংলগ্নে আমরা একটি ইফতার বুথ স্থাপন করেছি,যার মাধ্যমে ইফতার দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে কেউ কাউকে দেখবে না সবাই নির্ভয়ে নিঃসংকোচে আমাদের ইফতার বুথ থেকে ইফতার গ্রহণ করতে পারবেন।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন্ধু মহল ফেনী জেলার পরিচালক আব্দুর রহিম ফরহাদ,ফেনী জেলার সভাপতি মোজাম্মেল হক মিঠু,সাধারণ সম্পাদক রিয়াদ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ,যুগ্ম সাধারণ সম্পাদক সামী ইসলাম,দপ্তর সম্পাদক আরাফাত,ছাত্রী বিষয়ক সম্পাদক ইশরাত জাহান আরোহী,সদস্য সিমান্ত, আরাফাত,শাহাদাৎ,মতিন,সৈকতসহ প্রমুখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,