সারাদেশ

গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ ও জেলা শাখার উদ্যোগে বৃদ্ধ মহিলার জন্য ‘গ্রীন নিবাস’ ঘর প্রদান।

সাকিল ইসলাম, স্টাফ রিপোর্টার নীলফামারী।
 মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ ও জেলা শাখা। সংগঠনের উদ্যোগে এক অসহায় বৃদ্ধ মহিলার জন্য নির্মাণ করা হলো ‘গ্রীন নিবাস’ নামে একটি নিরাপদ ঘর।

রবিবার (১৬)ফেব্রুয়ারি নীলফামারী সদর লক্ষিচাপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে বাসন্তী রানী নামের এক বৃদ্ধ মহিলা কে এই ঘর হস্তান্তর করা হয়।

 এতে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের নীলফামারী সরকারি কলেজ ও জেলা শাখার আহ্বায়ক সাকিল ইসলাম ,দুলাল হোসেন সদস্য ,তাজরিন ফারহা সদস্য ,নিশি সদস্য ,রোহান সদস্য ,আবদুল্লাহ আল মামুন সদস্য সদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী।

গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ ও জেলা শাখার আহ্বায়ক সাকিল ইসলাম জানান, শুধুমাত্র পরিবেশ রক্ষা নয়, মানবতার কল্যাণেও সংগঠনটি অবদান রেখে চলেছে।

অসহায় ও গৃহহীন মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য।

স্থানীয়রা গ্রীন ভয়েসের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ ও জেলা শাখার এই মানবিক কার্যক্রম আবারও প্রমাণ করলো—সাহায্যের হাত বাড়িয়ে দিলে বদলে যেতে পারে অনেকের জীবন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,