গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ ও জেলা শাখার উদ্যোগে বৃদ্ধ মহিলার জন্য ‘গ্রীন নিবাস’ ঘর প্রদান।

সাকিল ইসলাম, স্টাফ রিপোর্টার নীলফামারী।
মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ ও জেলা শাখা। সংগঠনের উদ্যোগে এক অসহায় বৃদ্ধ মহিলার জন্য নির্মাণ করা হলো ‘গ্রীন নিবাস’ নামে একটি নিরাপদ ঘর।
রবিবার (১৬)ফেব্রুয়ারি নীলফামারী সদর লক্ষিচাপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে বাসন্তী রানী নামের এক বৃদ্ধ মহিলা কে এই ঘর হস্তান্তর করা হয়।
এতে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের নীলফামারী সরকারি কলেজ ও জেলা শাখার আহ্বায়ক সাকিল ইসলাম ,দুলাল হোসেন সদস্য ,তাজরিন ফারহা সদস্য ,নিশি সদস্য ,রোহান সদস্য ,আবদুল্লাহ আল মামুন সদস্য সদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী।
গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ ও জেলা শাখার আহ্বায়ক সাকিল ইসলাম জানান, শুধুমাত্র পরিবেশ রক্ষা নয়, মানবতার কল্যাণেও সংগঠনটি অবদান রেখে চলেছে।
অসহায় ও গৃহহীন মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য।
স্থানীয়রা গ্রীন ভয়েসের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ ও জেলা শাখার এই মানবিক কার্যক্রম আবারও প্রমাণ করলো—সাহায্যের হাত বাড়িয়ে দিলে বদলে যেতে পারে অনেকের জীবন।